PHP হচ্ছে Server Side Scripting Language, যেটি দিয়ে ডাইনামিক ওয়েব পেইজ তৈরি করা হয় । আপনি HTML এবং PHP দিয়ে ওয়েব পেইজ তৈরি করতে পারেন । PHP মূলত খুবই একটি জনপ্রিয় এবং ডিমান্ডেবল ল্যাংগুয়েজ । ডাইনামিক ওয়েব সাইট তৈরি করার জন্য অন্যান্য ল্যাংগুয়েজও রয়েছে, তবে অন্য সব ল্যংগুয়েজ এর মধ্যে PHP হচ্ছে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেটির চাহিদা দিন দিন বেড়েই চলছে। সকল ধরনের অনলাইন Application (Software) PHP দিয়ে খুব সহজে তৈরি করা যায় এবং এটি খুবই User friendly.
বেশির ভাগ syntax C, Java এবং Perl ল্যাংগুয়েজ থেকে আসা, তবে PHP এর নিজস্ব কিছু unique এবং Powerful ফিচার রয়েছে-যার জন্য এটি অন্যান্য ল্যাংগুয়েজের তুলনায় অনেক বেশি জনপ্রিয় । এই বইয়ের মাধ্যমে আপনাদের PHP প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এমনভাবে শেখানো হবে, যেন পরবর্তীতে অন্যান্য ল্যাংগুয়েজ শেখা অনেক সহজ হয় । এই ল্যাঙ্গুয়েজের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েব ডেভেলপাররা যেন খুব দ্রুত ডাইনামিক ওয়েব সাইট তৈরি করতে পারে । HTML পেইজে PHP কোডকে PHP ট্যাগ এর মাধ্যমে সংযুক্ত করা হয় ।
ক্যারিয়ার হিসেবে PHP ল্যাংগুয়েজ বর্তমান বিশ্বে Web Development এর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ হচ্ছে PHP. সারা বিশ্বে এর রয়েছে ব্যাপক জব চাহিদা এবং অনেক বেশি আকর্ষণীয় বেতন । অনলাইনেও রয়েছে-এর ব্যাপক চাহিদা । মানুষ আজ প্রোগ্রামিং শিখে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করছে । অনলাইনে আয়ের পথকে আরও সহজ ভাবে নেয়ার জন্য লেখকের “ইন্টারনেটে আত্মকর্মসংস্থান (ভার্সন-১)” ও “ইন্টারনেটে আত্মকর্মসংস্থান (ভার্সন-২)” বই দুটি সংগ্রহ করে নিতে পারেন । কেউ যদি PHP ল্যাংগুয়েজে অনেক ভালো হয়, তাহলে অন্যান্য ল্যাংগুয়েজ গুলো বুঝা তার জন্য অনেক সহজ হয়ে যায় । PHP দিয়ে ডেটাবেজ (MySQL, MsSQL, Oracle ইত্যাদি) সংযুক্ত যে কোন Application তৈরি করা সম্ভব । PHP প্রোগ্রামার তাদের অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজে Software Engineer হতে পারে । আবার কিছু কিছু ফার্ম PHP প্রোগ্রামারদেরকে শুরু থেকেই Software Engineer হিসেবে নিয়োগ দিয়ে থাকে । PHP কে ক্যারিয়ার হিসেবে Choose করার ১০ টি কারণ নিম্নে বর্ণনা করা হল: ১. বিশ্বের ১০০০ (এক হাজার) এরও বেশি Communities থেকে সাহায্য অর্থাৎ অনলাইন হেল্প পাওয়া যায়। PHP সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে সেটি PHP কমিউনিটি থেকে উত্তর পাওয়া যায় ৷ ২. PHP যেহেতু একটি ওপেন সোর্স ল্যাংগুয়েজ, সুতরাং এটির কোন খরচ নাই । শুধুমাত্র Development খরচ । ৩. সারা বিশ্ব যেখানে ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন, সেখানে PHP ই একমাত্র ল্যাংগুয়েজ যেটির Security নিশ্চয়তা সন্তোষজনক । ৪. অনেকগুলো dedicate সাইট রয়েছে, যেখানে বর্ণনা সহ অনেক PHP কোড রয়েছে- যার মাধ্যমেও আপনি খুব সহজে PHP শিখতে পারবেন । ৫. বর্তমানে PHP এর অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি এবং বিভন্ন সমস্যা সমাধান সহজ হয়ে এসেছে । ৬. PHP হচ্ছে খুবই শক্তিশালী একটি টুলস, যেটির মাধ্যমে যে কোন ডাইনামিক ওয়েব সাইট তৈরি করা সম্ভব এবং এটি web 2.0 ফ্রেন্ডলি । ৭. সারা বিশ্ব এখন CMS নির্ভর হচ্ছে এবং CMS গুলো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। আর সবচেয়ে জনপ্রিয় CMS যেমন:- ( Joomla, Drupal, Wordpress) ইত্যাদি সব PHP দিছেন তৈরি করা । ৮. একটি সফটওয়্যার/ওয়েবপেইজ একবার ডেভেলপ করার পর বিভিন্ন সময় পরিবর্তন করতে হয় । আর PHP দিয়ে তৈরি করা সফটওয়্যারগুলো খুব সহজেই পরিবর্তন করা যায় । ৯. বেশির ভাগ কোম্পানি PHP নিয়ে কাজ করে, আর এজন্য PHP Developer দের চাহিদা দিন দিন বেড়েই চলছে । ১০.PHP প্রোগ্রামিং কোডকে অনেক সহজ করে দিয়েছে। বলা যায়, এটি একটি Painless প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।