1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
কোন পরিবেশে ইংরেজিতে কি বলবেন? | Tips2fit
english conversation
  • ৩১৩
কোন পরিবেশে ইংরেজিতে কি বলবেন?
  • কারো সাথে পরিচিত হলে – Hello, Nice to meet you.
  •  উৎসাহ দিতে – Good job/Well done – (সাবাশ!) 
  •  কারো কথা বুঝতে পারলে – I see/l understand/I got it
  •  কারো কথা বুঝতে না পারলে – Sorry?
  •  ধন্যবাদ জানাতে – I am grateful to you (আমি তোমার প্রতি কৃতজ্ঞ)
  • কেউ কুশল জিজ্ঞাসা করলে – I’m extremely well (আমি বেশ ভাল আছি)
  • কারো খোঁজ/খবর নেওয়া-  What’s up  কি ব্যপার? What’s going on – কেমন চলছে?
  • কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse Me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
  • কাউকে অপেক্ষা করতে বললে – Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)
  • মতামত প্রকাশ করতে….. In my point of view. – আমার দৃষ্টিকোণ থেকে, As far as I’m concerned – আমার মনে হচ্ছে যে,
  • বিদায় জানাতে – See you later – (পরে দেখা হবে)
  • প্রস্তাব দেওয়া – Would you like something to drink?
  • আপনি কি কিছু পান করবেন?
  • সাহায্য চাওয়া – Could you give me a hand? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? *
  • কারো নাম জানতে – Can I have your name? (আমি কি তোমার নাম জানতে পারি?)

ইংরেজিতে উৎসাহিত করবেন যেভাবে (Encouragement)

  • Good job! – সাবাশ!
  •  Keep going –  চলতে থাকো।
  • Don’t be afraid- ভয় পেয়ো না।
  • Never Give up – হাল ছেড়ো নাI
  • That’s a good effort – এটা একটা ভালো প্রচেষ্টা।
  • There is nothing to fair – ভয়ের কোন কারন নেই।
  • Believe in yourself – নিজের ওপর বিশ্বাস রাখ।
  • Don’t get nervous – ঘাবড়াবে না।
  • Stay strong – শক্ত হও।
  •  Rest assured – নিশ্চিন্তে থাকুন।
  • Don’t hesitate -সংকোচ করবে না।
  • Do your best – সাধ্যমতো চেষ্টা করো।
  • Don’t worry – চিন্তা করো না।
  • Good luck on your test – আপনার পরীক্ষা সফল হোক।
  • Come on, you can do it – শোন, তুমি এটা করতে পারবে।

ধন্যবাদ জানাবেন যেভাবে

  • Thanks a lot – অনেক ধন্যবাদ।
  •  I am grateful to you – আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
  • You’ve done a lot for me – তুমি আমার জন্য অনেক কিছু করেছো।
  • That was so kind of you – এটা ছিল তোমার মহানুভবতা।
  • Thanks for being helpful – সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ।
  • You are invaluable to me – তুমি আমার কাছে অমূল্য।
  • I will never forget what you have done তুমি যা করেছো তা আমি কখনই ভুলব না। I appreciate you for being with me আমার সাথে থাকার জন্য আমি তোমার তারিফ করছি।
  •  Your generosity overwhelms me তোমার উদারতা আমায় মুগ্ধ। করেছে।
  • I am thankful for your support – তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।
  • I am indebted to you – আমি তোমার কাছে ঋণী ।
  • I was nothing without you – তুমি ছাড়া আমি কিছুই ছিলাম না ।
  • Words are powerless to express my gratitude – আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ।

কিভাবে ধন্যবাদের প্রত্যুত্তর দিতে হয়?

  • You’re welcome – তোমাকে স্বাগতম ।
  •  It’s nothing – এটা তেমন কিছু না ।
  •  It’s ok – ঠিক আছে।
  •  It’s/that’s all right – এটা ঠিক আছে ।
  •  It’s my pleasure – এটা আমার জন্য আনন্দের।
  •  Don’t mention – উল্লেখ করার প্রয়োজন নেই ।
  • Not at all – মোটেও না।
  • Sure – নিশ্চিত ।

ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করবেন যেভাবে

  • Excuse Me – শুনন।
  • Can you hear me? আমার কথা শুনছেন?
  • Listen to me আমার কথা শুনুন ।
  • Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
  • Oh, come on! – আহ, একটু বুঝতে চেষ্টা করোতো!
  • May I have your attention please আপনি যদি একটু এদিকে নজর দেন।
  • Is it clear to you? – এটা কি তোমার কাছে পরিষ্কার?
  • Are you with me? – আমার কথা শুনছেন তো?
  • Do you follow me? – আমার কথা বুঝতে পারছো তো?
  • Do you understand? – তুমি কি বুঝতে পারছো?
  • Don’t you hear me? – তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো না?

বিদায় জানাবেন যেভাবে

  • Bye Bye! – বিদায়।
  • Goodbye – বিদায় ।
  • See you later – পরে দেখা হবে ।
  • I’m out here – আমি এখান থেকে যাচ্ছি।
  • It’s time to be going! – এখন যাওয়ার সময়।
  • Catch you later – তোমার সাথে পড়ে দেখা করব।
  • It was great to see you – তোমাকে দেখা ছিল খুবই আনন্দের।
  • Have a lovely/nice evening – সন্ধ্যাটা সুন্দর কাটাও ।
  • Have a good day – ভাল একটি দিন কাটাও ।
  • Take care of yourself – তোমার নিজের যত্ন নিও।
  • I’ve got to get going – আমার যেতেই হচ্ছে।
  • Ok, everyone, it’s time to leave you ঠিকআছে, প্রত্যেককে ছেড়ে যাওয়ার সময় হয়েছে।
  • Anyway, guys I’m going to make a move যাইহোক বন্ধুগণ, আমি এখন উঠতে যাচ্ছি।
  •  I am a little bit busy, talk to you later. আমি কিছুটা ব্যস্ত, তোমার সঙ্গে পরে কথা বলব ।
  • It was nice to see you again. তোমার সাথে আবার দেখা হওয়াটা দারুণ ।
  • Farewell my friends, I am going abroad tomorrow. বিদায় বন্ধুগণ, আমি আগামীকাল বিদেশ চলে যাচ্ছি।

ভ্রমনে যাচ্ছে এমন কাওকে বিদায় জানাতে

  •  Have a nice journey! (তোমার ভ্রমন আনন্দময় হোক!)
  • Safe your journey. All the best. (তোমার ভ্রমন নিরাপদ হোক । ভাল থেকো।)
  • Take care of yourself (তোমার যত্ন নিও) রাতে/

ঘুমাতে যাওয়ার সময় বিদায় জানাতে

  • Good night (শুভ রাত্রি)
  • Have a nice dream! (তোমার নিদ্রা সুখময় হোক!)
  • Sleep well. (ভাল একটি ঘুম হোক!)

Mini Conversation

  • Tuhin It’s time to be going (তুহিনঃ এখন যাওয়ার সময়)
  • Jahid: Ok, we’ll be seeing you later. (জাহিদঃ ঠিক আছে, পরে আমাদের আবার দেখা হবে)
  • Tuhin : So long, Best of luck. (তুহিনঃ আপাততঃ বিদায়, ভাল থেকো।)

কিভাবে দুঃখ প্রকাশ করবেন?

  • Sorry – দুঃখিত
  • I’m sorry – আমি দুঃখিত ।
  •  I’m really sorry – আমি সত্যিই দুঃখিত ।
  • I apologize – আমি ক্ষমা চাইছি ।
  • Excuse me – আমাকে ক্ষমা করবেন।
  • Pardon me! – আমাকে ক্ষমা করুন।
  •  I regret – আমি অনুতপ্ত।
  • Silly me! – কি বোকা আমি!
  • Please forgive me – দয়া করে আমাকে ক্ষমা করুন ।
  • I messed up – আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম।
  •  I hope you can forgive me – আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন ।
  •  I am was in the wrong – আমি ভুলের মধ্যে আছি/ছিলাম।
  • I would like to express my regret – আমি আমার অনুতাপ প্রকাশ করতে চাই ।
  • I am really most terribly sorry – আমি সত্যিই অনেক দুঃখিত। Please excuse my behavior – দয়া করে আমার ব্যবহার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
Please Share This Post in Your Social Media