1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
বাংলাদেশ রেলমন্ত্রালয়ে চাকরি বিজ্ঞপ্তি-২০২৩ | Ministry Of Railway Job Circular-2023 | Tips2fit
railway circular 2023
  • ৭১২
বাংলাদেশ রেলমন্ত্রালয়ে চাকরি বিজ্ঞপ্তি-২০২৩ | Ministry of Railway Job Circular-2023
23 / 100

বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কি:মি: রুট রয়েছে। যেহেতু দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযোজন করার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ স্থল পরিবহন ব্যবস্থা, তাই রেলপথের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জুন ২, ১৯৮২ পর্যন্ত একজন চেয়ারম্যান ও চারজন মেম্বারসহ রেলওয়ে বোর্ডের নিকট রেলপথের ব্যবস্থাপনা ও উন্নয়ন ন্যস্ত ছিল। তারপর প্রশাসনিক ও কার্যপরিচালনার সুবিধার্থে রেলওয়ে বোর্ডের বিলুপ্তি ৩ জুন ১৯৮২ সালে কার্যকর হয় এবং রেলওয়ে বোর্ডের কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে ডিভিশনের নিকট ন্যস্ত হয় এবং উক্ত বিভাগের সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে। একই উদ্দেশ্যে দুই মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়েকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে ভাগ করা হয়। দুই অঞ্চলের দুইজন মহাব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ হয়। পরবর্তীতে ১২ আগস্ট ১৯৯৫ সালে রেলপথের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলওয়ে প্রফেশনালদের নিয়ে মহাপরিচালকের হাতে ন্যস্ত হয়। নীতি নির্ধারণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট Bangladesh Railway Authority (BRA) গঠিত হয়। অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্ম মহাপরিচালকগণ সমস্ত প্রশাসনিক ও নীতি নির্ধারণের কাজ সম্পন্ন করেন।

▪️ পদের নাম : বিভিন্ন পদ
▪️ আবেদন শেষ সময় : ১৮/০৪/২০২৩ ।
▪️ আবেদন ফি: ২২২ টাকা
▪️ আবেদনের লিংক: http://mor.teletalk.com.bd/

শিক্ষাগত যোগ্যতা:
ক্রমিক ১ থেকে ২ পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। ৩ থেকে ৫ পর্যন্ত উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক ।

বয়স সীমা:

প্রার্থীর বয়স ০১-০৩০২০২৩ খ্রি অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও ভাতা: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুযায়ী।

জব লোকেশন:
বাংলাদেশের যে কোন জায়গায়

নিয়োগ পদ্ধতি:

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য ডাকা হবে।
http://mor.teletalk.com.bd/ এর মাধ্যমে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হবে
লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে 2 (দুই) ধাপের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত করা হবে।
সকল চিঠিপত্র SMS এর মাধ্যমে করা হবে।
যেভাবে আবেদন করবেন:

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা স্বাক্ষর (JPG,সাইজ 100 kb),সমস্ত একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (JPG, সাইজ 200 kb)সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে অনলাইন http://mor.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করবেন।
ডাক/কুরিয়ার/ফিজিক্যাল জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের একটি বৈধ ই-মেইল ঠিকানা এবং সেল ফোন নম্বর থাকতে হবে।

বাংলাদেশ রেলপথ অফিসিয়াল বিজ্ঞপ্তি -ইমেজ/PDF

MOR 1 1
MOR 2
MOR 3

আবেদনের লিঙ্ক

http://mor.teletalk.com.bd/

বিঃদ্রঃ

রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। তাই দালাল বা প্রতারক প্রলুব্ধ হয় কোন প্রকান অর্থ লেনদেন না করার জন্য সয়শ্লিষ্ট সকলকে বিশেষভাবেঅনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে রেলপথ মন্ত্রণালয়ে চাকরি পাবার কোন সুয়োগ নেই। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Online -এ আবেদন করতে কোনো সমস্যা হলে morbd.ict@gmail.com ই- মেইল এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

আরো বিজ্ঞপ্তি:

Please Share This Post in Your Social Media