1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
পাইথন (Python) পরিচিতি | Tips2fit
Python Programming
  • ৪৪৮
পাইথন (Python) পরিচিতি

পাইথন প্রোগ্রামিংয়ের জগতে সবাইকে স্বাগত।  প্রোগ্রামটি শুরু করার আগে এটির ব্যাপারে জেনে নেওয়া যাক।

লেখাটি কাদের জন্য-

যারা মোটামোটি প্রোগ্রামিং পারে কিন্তু পাইথন ভাষায় কখনো কোড করেননি, তাদের জন্য উপযোগী । যারা একেবারেই প্রোগ্রামিং করতে পারে না কিংবা মোটামোটি পাইথন শিখে ফেলেছ, তাদের জন্য আর্টিকেলটি তেমন উপকারে আসবে না। লিখাটি পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের লাগবে একটি কম্পিউটার ও ইন্টারনেট । কম্পিউটারে যে কোন অপারেটিং সিস্টেম থাকলেই হবে, উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক। কারণ পাইথন এই তিন ধরনের অপারেটিং সিস্টেমেই চলে।

পাইথন কীভাবে এল:

এখন আমরা একটু জেনে নিই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সম্পর্কে । পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি তৈরি করেন গুইযো ফন রুয়ম (  Guido Van Rossum) । তিনি ১৯৯১ সালে এটি তৈরি করেছেন। গুইডো নেদারল্যান্ডের লোক। পাইথন কিন্তু তিনি কোন সাপের কথা চিন্তা করে তৈরি করেননি। মন্টি পাইথন  (Monthly Python)  নামের একটি গ্রুপ আছে, যারা ইংল্যান্ডের কমেডি শো করে। সেখান থেকেই  উনি অনুপ্রাণিত হয়ে পাইথন ল্যাঙ্গুয়েজের নামকরণ পাইথন করেন।

পাইথন কোথায় ব্যবহার করা হয়-

পাইথন আসলে অনেক জায়গায় ব্যবহার করা যায়, যেমন : ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন বর্তমানে খুবই জনপ্রিয়। পাইথনের বেশ কিছু ভালো ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্যাঙ্গো (Django)  ও ফ্লাস্ক (Flask) ।  গুগলের ক্লাউড প্ল্যাটফর্মের জন্য তৈরি গুগল অ্যাপলিকেশন ইঞ্জিনেও (  Google Application Engine) পাইথন ব্যবহার করা হয়।

পাইথন ইন্টারঅ্যাকটিভ শেল

প্রথমে আমরা শিখব হচ্ছে পাইথন ইন্টারঅ্যাকটিভ শেলের ব্যবহার। টার্মিনাল থেকে ইংরেজিতে Python টাইপ করে কি- বোর্ড এন্টার কি ( enter ) চাপলে সেটি পাওয়া যাবে।
  • তোমরা যারা উইনেআডাজ পাইথন ইনস্টল করেছ, সেখানে যে  IDLE  আছে,  IDLE  থেকে তোমরা ইন্টারপ্রেটারটি শুরু করতে পারো। অথবা যেই ডিরেক্টরিতে পাইথন ইনস্টল করা হয়েছে টার্মিনাল থেকে সেখানে গিয়ে শুরু করতে পারো। অথবা, তোমরা যদি এনভায়নমেন্ট ভেরিয়েবেল পাথ সেট করে দাও, তাহলে টার্মিনালে যেকোনো জায়গা থেকে শুরু করতে পারো। পাইথন ইনস্টল করার সশয় এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা যায়।
  • আর যারা এনভায়নমেন্ট ভেরিবল সেট করা যায়।
  • আর যারা লিনাক্স বা ম্যাক ব্যবহার করছ, তারা কেবল টামিনাল চাল করে পাইথন লিখলেই হবে।
  • পাইথন লেখার সঙ্গে সঙ্গেই দেখো কিছু তথ্য তোমার সামনে চলে এসেছে। যেমন, আমার এখানে লেখা আছে  Python 2.7.6  যেটি হচ্ছে আমার পাইথনের ভার্শন। তোমারটি অন্য রকমও হতে পারে।
  • এখন, এই যে পর পর তিনটা অ্যারো চিহ্ন >>> দেখতে পারছ, সেখানে যা লিখবে সেটিই পাইথন ইন্টাপ্রেট করবে।
Hello World:
  • এখন লেখা যায়? চলো, আমরা অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো শুরু করি। Hello World  দিয়ে।
  • >>> “Hello World”
  • 'Hello Wrold'
Please Share This Post in Your Social Media