1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
ChatGPT কি? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফসল ChatGPT। | Tips2fit
ai generated g143f87b81 640
  • ৬৬৩
ChatGPT কি? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফসল ChatGPT।
21 / 100

ChatGPT কি ?

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফসল ChatGPT এর পূর্ণরূপ হল- জেনারেটিভ ফ্রি ট্রেড ট্রান্সফর্মার(Chat Generative Pre-tranied Transformer)। এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পানি open-AI তৈরি করা একটি ল্যাঙ্গুয়েজ মডেল । এই মডেল মানুষের মত কথা বুঝতে এবং মানুষের মত প্রশ্নের উত্তর দিতে সক্ষম। অতীতেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত এরকম অনেক পণ্য তৈরি করা হয়েছে । কিন্তু কোনোটিই ChatGPT এর মত কার্যকরী ছিল না। আগের সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে কথা বলার অভিজ্ঞতা ছিল অনেকটা রোবটের সাথে কথা বলার মত।

pngwing.com 18

কিন্তু টির ChatGPT বিশেষত্ব হলো এটি মানুষের কথাবার্তা এমনভাবে নকল করতে পারে যে । এর সাথে চ্যাট করলে এটা কোনোভাবেই ভবন বলে মনে হবে না। বরং ChatGPT টির উত্তর গুলো তে অনেক বেশি মানবিক ছোঁয়া থাকে। আর সে কারণেই ChatGPT চালু হবার পর মাত্র এক সপ্তাহের মধ্যে দশ লক্ষ লোক প্লাটফর্ম টি ব্যবহার করেছে। এবং দেড় মাসের মাথায় ChatGPT টির ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে ।

ChatGPT কিভাবে কাজ করে?

ChatGPT কিভাবে কাজ করে এবং কি কারণে এটি এখনো পর্যন্ত সবচেয়ে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে।

ChatGPT নির্মাতা প্রতিষ্ঠান OpenAI 2015 সালে যাত্রা শুরু করেছিল বিশ্বপ্রযুক্তির রাজধানীর সিলিকন ভ্যালির প্রভাবশালী সব উদ্যোক্তা এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন।

বর্তমানে Sam Altman সিইও হিসেবে কর্মরত আছেন । প্রথমদিকে ইলন মাস্ক ও এই কোম্পানির সাথে যুক্ত ছিলেন । পরবর্তীতে 2018 সালের ইলন মাস্ক OpenAI বোর্ড অফ দিরেক্টরস পদ থেকে সরে যায়। শুরুতে কোম্পানিটি ওপেনসোর্স এবং স্বেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল । তাদের উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানব জাতিকে উপকৃত করা। পরবর্তীতে কোম্পানিটি Capped-Profit প্রতিষ্ঠানে পরিণত হয় । এই ধরনের প্রতিষ্ঠান মালিকেরা ইচ্ছামত না করতে পারে না । তারা কোম্পানির লাভের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করতে পারেন । ChatGPT গড়ে তোলার জন্য মাইক্রোসফট OpenAI প্রকল্পে 1 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। এছাড়া Microsoft-এর Azure কম্পিউটার কাঠামো ব্যবহার করে ChatGPT জটিল কমপিউটিং প্রক্রিয়া সম্পাদনার সুযোগ দেয়া হয়েছিল OpenAI কে। পরবর্তীতে মাইক্রোসফ্ট আরো 10 বিলিয়ন ডলার বিনিয়োগ করে OpenAI- 46 শতাংশ মালিকানা লাভ করে।

ChatGPT Optimizing Language Models for Dialogue

ইতোমধ্যে OpenAI-প্রায় 29 বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে। তারা আশা করছে 2030 সালে 200 মিলিয়ন ডলার মুনাফা করতে পারবে। OpenAI-এর আগে DALL.E 2 নামের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাস্তবের মত ছবি তৈরীর প্রযুক্তি গড়ে তুলেছিল।

OpenAI তাদের অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল গুলোর কারণে বিশ্বের সবচেয়ে সেরা উদ্ভাবনী AI কোম্পানির স্বীকৃতি পেয়েছে ।

ChatGPT কত সালে উন্মুক্ত করা হয়?

2020 সালে OpenAI ট্রান্সফর্মার আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে ChatGPT গড়ে তোলে। ChatGPT 2022 সালের 30 নভেম্বর সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল। এরপর মডেলটির আরো উন্নয়ন সাধন করে ডিসেম্বরের 15 তারিখে আনুষ্ঠানিকভাবে ChatGPT উন্মুক্ত করা হয়। এটি জনসম্মুখে প্রকাশ করা সর্বপ্রথম বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ।

এই সিস্টেমকে মানুষের মতো কথাবার্তা শেখাতে ইন্টারনেট থেকে 45 টেরাবাইট লিখিত তথ্য দিয়ে একশো পঁচাত্তর বিলিয়ন কথোপকথন ধরনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ChatGPT মূলত তিনটি ধাপে তার কাজ সম্পাদন করে।

OpenAI এর ধাপ সমূহ-

OpenAI এই ধাপ গুলো কে বলছে

  1. Collect Demonstration Data & Train A Supervised Policy
  2. Collect Comparison Data & Train A reward Model
  3. Optimize a polocy against the reward model using the pro reinforcement learning alogorithm.

এই তিনটি প্রধান ধাপের মধ্যে আবার দশটারও বেশী ধাপ রয়েছে । যার মাধ্যমে ChatGPT গ্রাহকের কাছ থেকে প্রশ্ন শুনে এবং প্রশ্ন অনুযায়ী সম্ভাব্য একাধিক উত্তর খুঁজে বের করে। সবশেষে গ্রাহকের প্রশ্নের সাথে সর্বোচ্চ সামঞ্জস্যপূর্ণ উত্তরটি পরিবেশন করে। কথোপকথনের গভীরতা বিচারে এই ধাপগুলো সম্পন্ন করতে ChatGPT মাত্র 6 থেকে 15 সেকেন্ড সময় নেই। এই মডেলকে ট্রান্সফর্মার নামের একটি ডিপ লার্নিং কাঠামোর অধীনে পরিচালিত করার কারণে। বহু তথ্যের ভেতর থেকে প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াজাত করণে ChatGPT এর বিশেষ সক্ষমতা রয়েছে।

ChatGPT সৃজনশীলতা শুধু কথাবার্তা এবং প্রশ্নের উত্তর দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষের মতো গল্প-কবিতা চলচ্চিত্রের চিত্রনাট্য এমনকি বিভিন্ন জটিল সফটওয়্যারে এ কাজ করার মত কোড ও লিখতে পারেন। ChatGPT দিয়ে সীমাহীন কাজ করিয়ে নেয়া সম্ভব।

Chat GPT এর ব্যবহার

কাস্টমার সার্ভিস, ভার্চূয়াল অ্যাসিসটেন্ট, কনটেন্ট, ফ্যাশন ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের কাজে ইতোমধ্যেই এই সেবা ব্যবহৃত হচ্ছে । তাছাড়া ChatGPTটিকে কাস্টমাইজ করে নিজের সুবিধামতো অনেক ধরনের কাজের জন্য ব্যবহার করা যাবে। ChatGP বহু কাজে সফলতার পরিচয় দিলেও এখনো পর্যন্ত এটি সম্পূর্ণ নিখুঁত নয়। মানুষের মতোই যদিও বেশ কিছু ভুল করছে। তবে মানুষের সাথে যোগাযোগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যাট জিপিটি নিজেকে প্রশিক্ষিত করে। ফলে যত বেশি মানুষ এই প্লাটফর্ম টি ব্যবহার করবে ChatGPT এর সিস্টেম তত বেশি উন্নত হতে থাকবে।

ChatGPT অ্যাডভান্সড মেশিন লার্নিং অ্যালগরিদম এর সাহায্যে বিপুলসংখ্যক তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সবচেয়ে সেরা ফলাফল তৈরি করে । এর ফলে ChatGPT সাথে কথা বলতে গেলে অথবা তাকে কোনো প্রশ্ন করা হলে মানুষের মতো ভেবেচিন্তে উত্তর দিতে পারে। শুধু একবার প্রশ্নের উত্তর দেওয়া নয়, পূর্বের আলোচনা মনে রেখে মানুষের মতো দীর্ঘসময় আলাপ চালিয়ে যাবার মত দক্ষতা আছে ChatGPT। ইন্টারনেটে ছড়িয়ে থাকা সকল ধরনের বিষয়ে ChatGPT কে প্রশিক্ষণ দেওয়ার কারণে এই ল্যাঙ্গুয়েজ মডেল প্রায় সকল ক্ষেত্রে আলোচনা চালিয়ে যেতে সক্ষম ।

binary g730cac0e0 640

কনটেন্ট রাইটিং সহ একাধিক কাদের ChatGPTএতটাই নিখুঁত কাজ করে যে ,সংশ্লিষ্ট খাতের অনেকেই অদূর ভবিষ্যতে তাদের চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। ChatGPT ব্যবহার করে সম্পূর্ণ অ্যাপ, ভিডিও গেম, এমনকি নতুন স্টার্টআপ কোম্পানি গড়ে তোলারও নজির রয়েছে। এতসব কার্যকারিতার কারণেই ChatGPT চালু হবার পর মাত্র এক সপ্তাহের মধ্যে দশ লক্ষ.
প্ল্যাটফর্ম টি ব্যবহার করেছে ।

ChatGPT এর বিশ্বরেকর্ড

নেটফ্লিক্সের এই পরিমাণ ব্যবহারকারী পেতে সময় লেগেছিল 41 মাস। ফেসবুকের দশ মাস। এবং ইনস্টাগ্রামের সময় লেগেছিল আড়াই মাস। এছাড়া প্রথম মাসে পাঁচ কোটি 70 লাখ লোক ChatGPT ব্যবহার করেছে । এবং 2023 সালের জানুয়ারিতে দেড় মাসের মাথায়- ChatGPT ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে । ChatGPT ব্যবস্থা টিকিয়ে রাখতে এর মালিকানা প্রতিষ্ঠান OpenAI এর বহু টাকা খরচ হচ্ছে । এর এক একটি সার্চের জন্য 1 থেকে 9 সেন্ট খরচ হচ্ছে। এর একটি সার্চের খরচ যদি 5 সেন্ট ও করেও ধরা হয় । তাহলে প্রতিদিন গুগলে যে পরিমাণ সার্চ হয় সেই পরিমাণ ChatGPT প্রতিদিন 425 মিলিয়ন ডলার খরচ হবে। তবে এখনো পর্যন্ত চ্যারিটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে । ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যে আরজি প্লাস নামের একটি সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করা হয়েছে। এর ফলে প্রতি মাসে 20 ডলার খরচ করে সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে ।

উপসংহার

ChatGPT ফ্রি এবং পেইড সার্ভিসের সুবিধা মূলত একই । তবে যখন এর সার্ভারে অধিক চাপ পড়ে তখন ফ্রি ভার্সনে খুব একটা ভালো সাড়া পাওয়া যায় না। অন্যদিকে টাকা দিয়ে ChatGPT ব্যবহার করলে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী থাকাকালীন সময়েও এর থেকে দ্রুততম সময়ে সেরা উত্তর পাওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media