1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
SEO কি? SEO কেন করা হয়? Off Page SEO , On Page SEO কি? | Tips2fit
pngwing.com 1
  • ৩৪৮
SEO কি? SEO কেন করা হয়? Off page SEO , On page SEO কি?
28 / 100

আস-সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ ! আপনাদের সবাইকে স্বাগতম Tips2fit এর পক্ষ থেকে । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ SEO নিয়ে এখানে আলোচনা করব প্রথমে দেখে নিয়ে কি কি থাকছে আজকের আলোচনায়-

  • SEO কি ?
  • SEO কত প্রকার?
  • Off page SEO কি?
  • On Page এসইও কি ?
  • এবং SEO কেন করা হয়?
আর এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ।

প্রথমেই আমি আলোচনা করব –

pngwing.com 15
SEO Chain

SEO কি?

SEO এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য একটা প্রযুক্তিগত কৌশল ।অর্থাৎ আপনি যখন google yahoo এবং Bing ইত্যাদিতে কোন keyword এর ভিত্তি আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসবেন। এই প্রক্রিয়াটি হচ্ছে SEO। মনে করেন আপনি বই ক্রয় করবেন, এখন গুগল এ বই লিখে সার্চ করলে সার্চ করার পর বই সম্পর্কিত কতগুলো ওয়েবসাইট এর রেজাল্ট দেখতে পাবেন। যেগুলো ক্রমানুসারে সাজানো প্রথম, দ্বিতীয় এভাবে 8 বা 10 টা রেজাল্ট থাকতে পারে।

বিষয়টা প্রাকটিক্যালি দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন ।

site tips2fit com Google Search


আপনার ওয়েবসাইটি র‌্যাঙ্ক করাতে হলে ভাল ভাবে SEO করতে হবে মোট কথা।

ওয়েবসাইট করতে চান আপনার কিছু করতে হবে.

SEO প্রথমত হচ্ছে দুই প্রকার.

  1. Organic SEO
  2. Paid Seo

Organic SEO কি?

অর্গানিক কিছু বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল নিয়ম-কানুন মেনে যে SEO করা হয়। যার জন্য গুগল কি কোন টাকা দিতে হয় না। নিচের বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিশ্রম করে আপনার গুগলের প্রথম পেজে নিয়ে আনা সম্ভব।

অর্থাৎ আপনি আপনার মেধা খাটিয়ে আপনার ক্র্যাটিভিটি দিয়ে আপনার ওয়েবসাইটকে এসইও করার মাধ্যমে গুগল র‌্যাঙ্কিং এ আসবেন। এটা সম্পূর্ণ আপনার ক্র্যাটিভিটি উপর নির্ভর করবে। আপনার কতটা সফল্যতার সাথে করতে পেরেছেন। আপনি যত নিখুঁতভাবে এসইও করবেন আপনার ওয়েবসাইট ততোই র‌্যাংঙ্কিং এ থাকবে । এবং এর জন্য গুগলে আপনাকে কোনো পে করতে হবে না।

পেইড এসইও বলতে বুঝায় , গুগলকে টাকা দিয়ে যে এসইও করা হয় তাকে পেইড এসইও বলে। আমাদের ব্লগের পরিচিতি লাভের জন্য গুগলে বিজ্ঞাপন দেই। অনেক সময় কিছু লিখে সার্চ করলে প্রথমে যে রেজাল্ট দেখায় তার পাশে ad লেখা থাকে এগুলো মূলত পেই পেইড ।

yOIhj8SumRHLD09QzI8tKnri7XguZvtiBFgK

Organic SEO দুই প্রকার-

  1. অন পেজ এসইও ( On Page SEO)
  2. অফ পেজ এসইও (Off Page SEO)

এবার আমরা দেখব অন পেজ এসইও ( On Page SEO) এবং অফ পেজ এসইও (Off Page SEO) মধ্যে পার্থক্য।

  • ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে কনটেন্ট লেখা মোটকথা অভ্যন্তরীন সকল কাজকে অন পেজ এসইও বলে।
    অর্থাৎ আপনার
  • ভালো মানের কনটেন্ট লেখা
  • পোস্ট ইউআর(URL)শর্ট করার চেষ্টা করা।
  • সাইটের লোডিং স্পিড বৃদ্দি করা-
  • ইন্টারনাল লিংকিং করা।
  • আউটবাউন্ড লিংক করা।
    আউটবাউন্ড লিংক বলতে বুঝায় আমরা যখন নিজের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপ করব মূলত সেটাই আউটবাউন্ড লিংক।
  • HTML ট্যাগ h1,h2,h3,h4 সঠিকভাবে ব্যবহার করা-
  • পোস্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা-

এবার আমরা দেখব –

অফ পেজ এসইও (Off Page SEO) কি?

ওয়েবসাটের প্রচার এবং জনপ্রিয়তা লাভের জন্য মার্কেটিং করার কৌশল হচ্ছে পেজ এসইও । আপনার সাইটের রিলেটিভ অন্য কোন সাইট থেকে নিচের জন্য লিংক নিয়ে আসাকে অফ এসইও বলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করেও Off Page SEO করা যায়।

Off Page SEO মধ্যে যে কাজগুলো করতে হয় তা হল-

গেস্ট পোস্টিং ( Guest Posting)

  • সোশ্যাল বুকমার্কিং
  • আর্টিকেল সাবমিশন
  • ইমেজ সাবমিশন

কেন SEO করা হয়?

আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে Rank করানোর জন্যে এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। কারণ মানুষ যখন কোনকিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিংকেই ক্লিক করে।

মনে করেন আপনার একটি খাবার ওয়েবসাইট আছে । যেখানে আপনি খাবার বিক্রি করেন। এখন একজন ক্রেতা খাবার করার জন্য গুগলে সার্চ করলো। সার্চ করার পর করে প্রথমে যে ওয়েবসাইটে আসলো সেটিতে প্রবেশ করে তার পছন্দমতো খাবার ক্রয় করে নিল। এখন আপনি তো চাইবেন আপনার ওয়েবসাইটে প্রথমে থাক। যাতে আপনার ক্রেতা বাড়ে। আর যদি আপনার ওয়েবসাইট প্রথমে না থাকে । তাহলে ক্রতারাও বাড়বে না। গুগলেও র‌্যাঙ্ক বাড়বে না।

Please Share This Post in Your Social Media