1. mdasattarsarker07@gmail.com : shimulvisa@gmail.com :
ব্রন ও ব্রনের দাগ দূর করার উপায় | 100 % কার্যকরী | Pimple , Darksopt Remove In Bangla | Tips2fit
tips2fit
  • ৩১৪
ব্রন ও ব্রনের দাগ দূর করার উপায় | 100 % কার্যকরী | Pimple , Darksopt Remove in Bangla

সুন্দর মুখ তখন বাজে লাগে যখন ওতে বারবার ব্রণ আসে। আর দাগ বা ক্ষত দেখা যায়। সে মুখ না দেখতে ভালো লাগে আর অনেক মেয়ে তো ঘর থেকে বাইরে বেড়ানো বন্ধ করে দেই। বন্ধু , বান্ধবী ওকে দেখে ঠাট্টাও করে।

আর আজকে আপনারাদের এমন একটি উপায় বলব যেটি লাগাতার 5 দিন অব্দি  ব্যবহার করলে আপনার মুখ থেকে ব্রণ ও ব্রণের দাগ আর ক্ষত দাগও গায়েব হয়ে যাবে । আর মুখ দেখতে পরিষ্কার আর ঝকঝকে দেখাবে। তবে আসুন জেনে নিই

 ব্রণের দাগ মিটানোর জন্য কিভাবে আপনি ন্যাচারাল ঔষুধটি বানাবেন?

উপকরণ:

  • নিমপাতা
  • গোলাপ জল
  • টুথপেস্ট
  • কর্পূর

এটিকে বানানোর জন্য আমরা প্রথমে নিব নিমপাতা। নিমপাতা খুব সহজে পেয়ে যাবেন ।  তো – চলুন নিমপাতার প্রক্রিয়াকরণটি জেনেনি।

প্রস্তুত করণ:

  • আপনি 10 থেকে 12 টি তাজা নিমের পাতা নিন। আর ওইগুলো ধুয়ে নিন।
  • তারপরে নিমপাতা গুলো বেটে পেস্ট বানিয়ে নিন।
  • আর এক চামচ পেস্ট বাটিতে নিন।
  • তারপর আমরা এখানে গোলাপ জল  মিশাবো

ব্যবহার বিধি:

গোপাল জল ব্যবহার এইজন্য করব যদি আপনার মুখে ব্রণ, দাগ ও  ক্ষত থাকে । তখন স্কিনের গ্লো কমে যায়। তাই আমরা এখানে গোলাপ জল ব্যবহার করব । না থাকলে জলের ব্যবহার করতে পারেন সমস্যা নেই । আপনি এইভাবে গোলাপজল পাঁচ থেকে ছয় চামচ মাত্রায় এটিতে নিমের পেস্ট মিশান। মিশনের পরে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন । এর সাথে আপনাকে নিতে হবে  আপনাকে টুথ পেস্ট। আপনি সাদা রঙের টুথ পেস্ট নিবেন যে কোন কোম্পানি হলেই চলবে।

এইভাবে আরেকটি জিনিস নিতে হবে আপনাকে সেটি হল কর্পু  ।

কর্পু ব্যবহার মুখ থেকে ব্রণ দূর করার সাথে সাথে যদি মুখে অনেক দাগ থাকে ও গুলোই শেষ করার জন্য কর্পু খুবই উপকারী।

আপনি যেকোন পূজার সামগ্রী কেনার দোকান থেকে এটি সহজেই পেতে পারেন। আর আপনি 1 থেকে 2 টি টুকরো  পিসে পাউডার করে নিন ।এবার সবার প্রথমে আঙুলে টুথপেস্ট নিন। আর হ্যাঁ সবার প্রথমে হাত ভালো করে পরিষ্কার করে নিন । তারপর আপনি আঙুলে থাকা টুথপেস্টের উপর একচিমটি গুড়ো করা কর্পূর  নিন।

Related Post: শীতকালে সৌন্দর্য চর্চায় করনীয়

নেওয়ার পর আপনার যেখানে ব্রণ আছে বা দাগ, ক্ষত  আছে সেখানে ব্রণ এর চারিদিকে আলতোভাবে লাগাতে হবে। যাতে আপনার ব্রণ থেকে ব্যথা কমাবে আর আপনার ব্রণ শুকিয়ে ছোট হয়ে যাবে। আর কর্পু ব্রনের  দাগ এবং ক্ষতের চিহ্ন কে দূর করবে।

আপনি এইভাবে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে দিন। আর তারপর মুখে একদম হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন ।

আপনি এবার এই নিমের রস ছেকে বের করে নিন কোন ছাকনির সাহায্যে। আর এটি লাগানোর জন্য তুলোর টুকরোর সাথে নিমপাতার রস নিয়ে আপনার পুরো মুখের উপর লাগান। চোখ থেকে সামধান থাকবে কারণ চোখে জ্বলন  হতে পারে।

এটি লাগানোর পর সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

এতে আপনার মুখে উজ্জ্বল দেখাবে যেখানে  50% থেকে 70% পার্সেন্ট রেজাল্ট পাবেন  দুই থেকে তিন দিনের মধ্যে। এভাবে এক সপ্তাহে  আপনার মুখের ব্রণও গায়েব হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media